টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১, ১১:৫২ পিএম
গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রর উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ  প্রতিবন্ধী ব্যক্তি ও দু:স্থদের মাঝে  চাকরির নিয়োগপত্র, হাইটেক কৃত্রিমপা,  হিয়ারিং এইড, ও ব্রেইলবই বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে (১০ অক্টোবর)  টঙ্গীর স্টেশন রোডে অবস্থিত শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রের মাঠে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেড-১ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরক্তি সচিব(প্রশাসন) ডঃ শাহ আলম, যুগ্মসচিব ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব সেলিম খান, উপ উপ-ব্যবস্থাপক মো.হাতেম আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিরা শারীরিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রর বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: