নালিতাবাড়ীতে গাছ চাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১১:২২ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটতে গিয়ে সেই গাছ মাথায় চাপা পড়ে আব্দুল মতিন (৫৫) নামে এক গাছকাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার রাজনগর ইউনিয়নের সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক আব্দুল মতিনের বাড়ি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের ভেদিকুড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সালেহাবাদ গ্রামের কৃষক আমিনের বিভিন্ন প্রজাতির বেশকিছু গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী জামরুল ইসলাম ক্রয় করেন। তার ক্রয়কৃত ওইসব গাছ কেটে দিতে চুক্তি নেন নিহত গাছকাটা শ্রমিক মতিনসহ ৬ জন শ্রমিক। মঙ্গলবার ওই গাছগুলো কাটার একপর্যায়ে একটি বড় রেইন্ট্রি গাছ কেটে রশি ধরে টান দেন তিন শ্রমিক। রশির টানে গাছটি পড়তে সময় অন্য দুই শ্রমিক সরে গেলেও আব্দুল মতিনের মাথায় গিয়ে পড়ে গাছ। এতে চাপা পড়ে মাথা থেতলে গিয়ে মগজ বেড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: