সাভারে আমানত শাহ বেকারীকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০১:০৫ এএম
ঢাকার সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও ক্ষতিকর খাবার সংরক্ষণের অভিযোগে একটি বেকারী প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১২ অক্টোবর) সাভারের হেমায়েতপুর এলাকার পূর্বহাটিতে আমানত শাহ বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব ৪ এর আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপ-সচিব মোহাম্মদ আনিসুর রহমান। র‍্যাব জানায়, বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে, ক্ষতিকর কেমিক্যাল ও রঙ ব্যবহার করে খাদ্য উৎপাদন করা ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য সংরক্ষণ করার প্রমাণ মিলেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বিডি২৪লাইভকে বলেন, ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫২ ধারায় আমানত শাহ বেকারীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেকারীর মালিক সাইদুল ইসলাম ও ম্যানেজার মোজাম্মেল হককে পরবর্তীতে এমন অপরাধ না করার জন্য সতর্ক করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: