কুড়িগ্রামে সেই ৩৮ পরিবার পেল উন্নতমানের চাল আলু

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১, ০১:২৯ এএম
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে হতদরিদ্র ৩৮টি পরিবারকে উন্নতমানের চাল ও আলু বিতরণ করা হয়েছে। এর আগে গত সোমবার পচা আলু ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণকে কেন্দ্র করে তালিকাভুক্তদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। অনেকে উপজেলা অফিসে খাদ্য সামগ্রি ফেরৎ দিয়ে চলে যায়। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমানের নজরে আসলে মঙ্গলবার (১২ অক্টোবর) তালিকাভুক্তদের উপজেলা অফিসে ডেকে নিয়ে ভাল মানের চাল ও আলু বিতরণ করা হয়। উল্লেখ্য- দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণে সরবরাহকারীরা এই অনিয়ম করলেও এখনো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয় নাই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: