ধান ক্ষেতে পোকার আক্রমন, দিশেহারা কৃষক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১০:১০ পিএম
শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: মৌসুমী ফসল আমন ধান ক্ষেতে বেড়েছে পোকার আক্রমন। কৃষকের সর্বনাশ। আশানুরূপ ফলন পেতে হিমসিমে পড়েছেন কৃষক। কাজ হচ্ছে না উচ্চ মূল্যের কীটনাশক প্রয়োগেও। পোকায় মাঠের পর মাঠ খেয়ে সাবাড় করছে। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। তাদের এখন মাথায় হাত। সরেজমিনে বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায়, চারপাশ যেন চোখ জুরানো সবুজের সমারোহ। যতদূর চোখ যায় সবুজ আমন ধানের মাঠে দোলা দিয়ে যাচ্ছে সুরেলা বাতাস। বের হতে শুরু করেছে আমনের শীষ। দক্ষিণা বাতাসে দোলছে কৃষকের স্বপ্ন। তবে সহনীয় বৃষ্টিপাত হওয়ায় ও মাটির উর্বরতা বৃদ্ধির ফলে ধান গাছ হয়েছে বেশ উজ্জ্বল। উপজেলার সাগরদিঘী, জোড়দিঘী, গারোবাজার, লক্ষিন্দর, কাজলা, আকন্দের বাইদ, কামালপুর, আষারিয়াচালা, ধলাপাড়া, রসুলপুর, সিংহচালা, শালিয়াবহ ও গুপ্ত বৃন্দাবনসহ এসব এলাকার আমন ক্ষেতে পোকামাকড়ের উপদ্রব মারাত্মক ভাবে বেড়েছে। কৃষকের স্বপ্ন খাচ্ছে মাজড়া পোকায়। আশঙ্কা বাড়ছে কম ফলনের। এসব অঞ্চল কৃষি নির্ভর হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে পোকার আক্রমন দূরীকরণে কঠোর পরিশ্রম করেতে হচ্ছে তাদের। মাজরা পোকা, কারেন্ট পোকা, পাতায় বাদামী লালচে ভাব, গোড়া পচনধরা সহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছে আমনের ধান ক্ষেত। কামালপুর এলাকার কৃষক আতিকুর রহমান জানান, অন্যান্য বছর অতিরিক্ত বৃষ্টি বা খরার কারণে ফসলের ক্ষতি হয়। তবে এ বছর পোকামাকড়ের উপদ্রব্য বাড়ায় চরম অতিষ্ট। হয়তো লোকসান গুনতে হতে পারে। এখন আমাদের মাথায় হাত পড়েছে। আকন্দের বাইদ একালার তরুণ কৃষক রাজিব মিয়া জানান, দামি বিষ প্রয়োগ করছি। কোন সুফল পাচ্ছি না। ধান গাছের পাতা বাদামী হয়ে যাচ্ছে, গোড়া পচনধরছে। বিভিন্ন পোকায় ধরছে। বার বার কীটনাশক ও সার প্রয়োগেও আশানুরূপ ফলন পাচ্ছি না। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের দেয়া তথ্য অনুসারে, ঘাটাইল উপজেলায় আমন ধান আবাদ হয়েছে প্রায় ১৭ হাজার ৭৫ হেক্টর জমিতে। বন্যা বা দুর্যোগপূর্ণ আবহাওয়া না থাকায় গত বছরের তুলনায় এ বছর চাষের পরিমাণ কিছুটা বেড়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বাংলাদেশের খবরকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর আবাদ বেড়েছে। পোকামাকড় উপদ্রব কমাতে প্রান্তিক কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: