রাজধানীসহ দেশের যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১, ০৪:৩৮ পিএম
খুলনা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং (ঢাকা রাজধানী সহ) রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে (১৬ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য জানা যায়। এর আগে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে একটি লঘুচাপ। এ কারণে নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। কিন্তু রাতে এক বিজ্ঞপ্তিতে সতর্ক সংকেত নামিয়ে দেওয়া হয়। আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের বাকি অংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। এছাড়াও মৌসুমি বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: