আশুলিয়ায় ৭০ বছর বয়সী বাবাকে কুপিয়ে হত্যা ছেলের

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০৮:০৯ পিএম
সাভারের আশুলিয়ায় ৭০ বছর বয়সি বাবাকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন ছেলে। এ ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিন পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় হারুন গেটে এঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ আশুলিয়ার ওই এলাকার মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)। পুলিশ জানায়,দীর্ঘ কয়েক বছর ধরে আফাজ উদ্দিনের মানসিক চিকিৎসা করে যাচ্ছে তার পরিবার। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা নুর মোহাম্মদ প্রায় রাতেই তার পাশে ঘুমাতেন। গতরাতে বাবা নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যায়। কিন্তু ভোর রাতে আফাজ বটি দা দিয়ে গলার পিছনে আঘাত করে বাবার। এসময় গোঙ্গানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্ষাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে নুর মোহাম্মদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক এস আই) কাউছার হামিদ বিডি২৪লাইভকে বলেন,নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আফাজ উদ্দিন যেহেতু মানসিক প্রতিবন্ধী, তাই তার পরিবার মামলা করতে চাচ্ছে না। তবে উধ্বর্তন অফিসারের পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: