চুয়াডাঙ্গায় শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ১২:৩৫ এএম
ভালোবেসে বিয়ে করেছিলেন মিঠুন ও তানিয়া। সে সম্পর্ক মেনে নেয়নি তানিয়ার পরিবার। ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করলেও ২৩ আগস্ট স্ত্রীর সাথে মনোমালিন্যের জেরে মিঠুনের ওপর অমানুষিক নির্যাতন চালায় তার শ্বশুরবাড়ির লোকজন। গুরুতর অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, এর পর অবস্থার উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন মিঠুন দুঃসহ যন্ত্রণা ভোগ করতে করতে ৫২ দিন পর শেষ পর্যন্ত মারা যান। এমন মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোটা বাজদিয়া গ্রাম। ২০১৬ সালে বিয়ে করেছিলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ার বাজদিয়া গ্রামের তানিয়া ও মিঠুন। সে সম্পর্ক প্রথমে মেনে নেয়নি তানিয়ার পরিবার। পরে ২০১৮ সালে একটি মেয়ে সন্তান জন্ম নেই তানিয়ার । এরপর তানিয়া ও মিঠুর দম্পতিকে মেনে নিলে ও ভিতরের ভিতরের চাপা ক্ষোভ ছিল তানিয়ার মা-বাবার। গত ২৩ আগস্ট শ্বশুরবাড়িতে মনোমালিন্য হয় মিঠুনের। এর জেরে তাকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে অমানুষিক নির্যাতন চালায় শ্বশুরবাড়ির লোকজন। ৩ ঘণ্টা পর মিঠুনকে উদ্ধার করে স্বজনরা প্রথমে চুয়াডাঙ্গায় ও পরে ভর্তি করে রাজশাহী ও সবশেষে ঢাকা মেডিকেলে। হাসপাতালের বিছানায় শুয়ে নিজ মুখেই এই অভিযোগ করার পর গত শুক্রবার (১৫ অক্টোবর) পরপারে পাড়ি জমান মিঠুন। তবে তানিয়ার দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। গত ২৫ আগস্ট তানিয়াকে নিতে স্বামী মিঠুন শ্বশুর বাড়িতে যায় মিষ্টি নিয়ে। কিন্তু সে মিষ্টি তানিয়া ফেলে দেওয়ায় মিঠুন তানিয়াকে মারধর করে এবং অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কে বা কারা মিঠুনকে নির্যাতন করেছে তা জানেন না তিনি। তবে এমন নির্মম মৃত্যু মেনে নিতে পারছেন না গ্রামবাসী। তারা চান দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক। আন্দুলকাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার জানান, মিঠুনকে যে ভাবে অমানুষিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল খালেক জানালেন, আসামীরা বর্তমানে জামিনে রয়েছে । যেহেতু অনেক দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মিঠুনের মৃত্যু হয়েছে মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে। পাশাপাশি আদালতে আসামীদের জামিন বাতিলের জন্য আবেদন করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: