পীরগাছায় পল্লী চিকিৎসকদের রেনাটার সেমিনার

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৩:৫৯ এএম
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) থেকে: রংপুরের পীরগাছায় পল্লী চিকিৎসকদের নিয়ে মৌসুমী রোগের উপর রেনাটা লিমিটেডের বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজের এমবিবিএস ডা. আমজাদ হোসেন ও রেনাটা লিমিটেডের সিনিয়র আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। এছাড়াও রেনাটা লিমিটেডের প্রডাক ম্যানেজার মো. আমির আব্দুল্লাহ, ডিএসএম রাজু আহমেদ, পিএসও মিনহাজ ইসলাম প্রমুখসহ অন্যান্যরা অংশ নেন। পরে লটারীর মাধ্যমে ১৫জন চিকিৎসককে পুরস্কার প্রদান করেন তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: