পুলিশ পরিচয়ে স্বামী-স্ত্রীর হাত পা বেঁধে বসতবাড়িতে ডাকাতি

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ০৮:২০ পিএম
সাভারের আশুলিয়ায় গভীর রাতে ভুয়া পুলিশ পরিচয়ে একটি অস্থায়ী বসতবাড়িতে ঢুকে স্বামী স্ত্রীকে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ৩ টি গরুসহ স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় ডাকাত চক্র। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার ধলপুর এলাকার রসিদ শিকদারের জমি ভাড়া নিয়ে শের আলি নামে এক ব্যাক্তি টিনসেড বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলো। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি গরু ও স্বর্ণালংকার লুটে করে নিয়ে যায়। ভুক্তভোগী শের আলী বিডি২৪লাইভকে বলেন, বৃহস্পতিবার রাত তিনটার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢোকে। বাড়িতে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রী কে রশি দিয়ে বেঁধে ফেলে। চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন, কানের দুল ও ৩টি গরু লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান,আমি রসিদ শিকদারের জমি ভাড়া নিয়ে কোন রকম একটা ঘর করে পরিবার নিয়ে বসবাস করছি।প্রতিমাসে ২ হাজার টাকা জমির ভাড়া দেয়।গরু পালন করে আমি আমার পরিবার চালাতাম। ডাকাতি হওয়ায় আমি পরিবার নিয়ে পথে বসে গেছি।গরু গুলো ছিলো আমার আয়ের একমাত্র সম্বল। এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে পরে কথা বলবেন বলে জানায়। আশুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল লতিফ বিডি২৪লাইভকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ভুক্তভোগী অন্যের জায়গা ভাড়া নিয়ে গরুপালন করে পরিবার নিয়ে বসবাস করছে। আমি যতটুকু জানি এই গরুগুলো ছিলো তার একমাত্র সম্বল । তিনি পুলিশ প্রশাসনের কাছে এই ডাকাতির ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। এ বিষয়ে আশুলিয়া থানার (উপপরিদর্শক এ এস আই) আল-মামুন বিডি২৪লাইভকে বলেন,ডাকাতি হওয়া বাড়িটি পরিদর্শন করেছি। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: