ঝিনাইগাতীতে অপরাধ ঠেকাতে মাসিক আইন শৃঙ্খলা সভা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ১২:০৩ এএম
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে অপরাধ ঠেকাতে নিয়মিত মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে এ সভা শুরু হয়। উপজেলার আইন শৃঙ্খলা আরো উন্নয়ন করার লক্ষে বিদ্যুৎ, গারো পাহাড়ে খনিজ সম্পদ, মাদক, জুয়া, চুরি, যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন, মায়াবি লেক, চিকিৎসা সেবা ও বাজার পরিস্কার নিয়ে সকল সমস্যার সমাধান করার লক্ষে আলোচনা করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, জেলা পরিষদের সদস্য আবু তাহের, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, জাসদ সভাপতি মিজানূর রহমান, সম্পাদক একেএম সামেদুল হক, যুবলীগের সম্পাদক শাহা আলম, প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন্দ, গজনি বিট কর্মকর্তা মো: মুকরুল মিয়া, সাংবাদিক গোলাম রব্বানী টিটুসহ কমিটির সদস্যরা। বক্তারা উপজেলায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে অভিমত পোষন করে সভাপতিকে ধন্যবাদ জানান। পরে সভাপতি আইন শৃঙ্খলা আরো উন্নয়নের জন্যে সকলের সহযোগিতা কামনা করে কথা নয় কাজে বিশ্বাসী হয়ে সকলের দায়িত্ব পালনের আহবান রাখেন। সভায় সরকারী কর্মকর্তাসহ ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: