রাণীশংকৈলে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্য

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০২:৪৩ এএম
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ক্রিকেট বল খেলতে গিয়ে পুকুরে ডুবে রুহান হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর ) বিকালে উপজেলার ধর্মগর ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে লক্ষীরহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলীর ছেলে। রুমান দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল পুকুরে ডুবে শিশু রুমানের মুত্যর বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্র থেকে যানা যায়: এবং শিশুটির পিতা আকবর আলী মাষ্টার জানান, বিকালে বাড়ির পাশের পুকুরের ধারে কয়েকজন সহপাঠী সহ ক্রিকেট খেলছিল রুমান। ক্রিকেট এর বল পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে পানির গভীরে তলিয়ে যায় সে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দৌড়ে অন্যান্য শিশুরা বাসায় খবর দেয়। তখন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ২ ঘন্টা সময়ের মধ্যে রুমানের মৃত মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান পুকরে ডুবে শিশু মারা যাওয়ার খবর পেয়েই লাশ উদ্ধারে আমরা টিম পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: