বরগুনায় নারী উদ্যোক্তাদের সাথে আর্থিক প্রতিষ্ঠানের কর্মশালা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ১১:৪৫ পিএম
নারী নেতৃত্বাধীন উদ্যোক্তাদের ব্যাবসায় আর্থিক অভিগম্যতা বৃদ্ধির লক্ষে আর্থিক প্রতিষ্টানের সাথে কর্মশালার আয়োজন করে বে-সরকারী উন্নয়ন সহযোগি সংগঠন জাগোনারী। বরগুনার সদর রোডের পাঠশালা মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্ভোধন করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন। কর্মশালায় অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আফরোজা সুলতানা,কর্মসংস্থান ব্যাংকের ব্যাবসাপক, নাসির উদ্দীন, বিসিক কর্মকর্তা, শফিকুর রহমান (সেন্টু),ব্রাক কর্মকর্তা, মাকসুদা আক্তার, রুপালী ব্যাংক প্রতিনিধি,আবু জাফর সুমন, কৃষি ব্যাংক কর্মকর্তা এমআর নাহিদ।স্বাগত বক্তব্য রাখেন,জাগোনারীর প্রধান নির্বাহী হোসনেয়ারা হাঁসি। সঞ্চালনা করেন,জাগোনারীর রি-কল কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল। কর্মশালার উদ্ভোধন করে, প্রধান অতিথি বলেন,নারী নেতৃত্বাধীন উদ্যোক্তাদের নিয়ে আজকের এই কর্মশালা উপকূলীয় নারী উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্থিক প্রতিষ্টানের ঋন দেয়ার ক্ষেত্রে বিশ্বস্ততা হচ্ছে অন্যতম শর্ত। ঋনদাতা ও ঋন গ্রহণকারীদের মধ্য সততা এবং আস্হা থাকাটা জরুরী। নারীর অধিকার প্রতিষ্টা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে নারীকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে হবে। কর্মশালায় অংশ গ্রহণকারী আর্থিক প্রতিষ্টানের সরকারী-বে-সরকারী প্রতিষ্টানের প্রতিনিধিরা নারী উদ্যোক্তাদের ব্যাবসায় সহজ শর্তে আর্থিক সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: