ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ফেসবুকে সিসিটিভির ফুটেজ

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ০৩:০৬ এএম
মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে পূর্ব বিরোধের জের ধরে গত রোববার দুপুরে প্রকাশ্যে কুপায় একদল যুবক। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরায় হয়েছে। ওই ভিডিও ক্লিপে দেখা যায় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সামনে ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা করে একদল যুবক। ফ্লিমিস্টাইলে কালো রঙের মাক্রো থেকে মুখোশ পড়া ১ যুবক রাম দা নিয়ে নাজমুলের বাম হাতে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর কিলিং মিশনে অংশ নেওয়া যুবকরা তার দু পায়ে উপুর্যুপরি কুপিয়ে বাজারের পাশের ধলাই নদীর বাধ দিয়ে হেটে চলে যায়। ঘটনার সময় নিহতের পাশে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুই মিনিটের মধ্যেই ব্যবসায়ী নেতা নাজমুলকে কুপিয়ে হামলাকারীরা নিরাপদে পালিয়ে গেলেও তাকে রক্ষায় বাজারের কেউ এগিয়ে আসেনি। হামলাকারীরা চলে যাওয়ার পর আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যা রাতে তার মৃত্য হয়। পুলিশ জানায় নিহতের শরীরে ২২ টি কাটা জখমের চিহৃ রয়েছে। স্থানীয়রা জানান, নাজমুলকে প্রথম আঘাতকারীর নাম রাসেল। সে স্থানীয় প্রতাপী গ্রামের মৃত আব্দুল আহাদ ওরপে লাইছ মিয়ার ছেলে। স্থানীয়রা খুনের ঘটনার নেপথ্যে স্থানীয় নদী থেকে বালু উত্তোলনের বিরোধের জের বলে জানালেও হামলার পর আহত নাজমুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নাজমুল তার ফেসবুক আইডির লাইভে এসে হামলার নেপথ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে তার প্রার্থী ঘোষণার কারণ বলে জানান। লাইভে হামলাকারীর নামও বলে যান নাজমুল। এ ঘটনায় সোমবার ভোররাতে হত্যা মিশনে ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-২৫৪৪) সহ চালক কাজী আমির হোসেন হিরা (৪২) কে আটক করে পুলিশ। সে মৌলভীবাজার সদর থানার বাঘলিয়া গ্রামের কাজী মুসলিম উদ্দিনের ছেলে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক হিরা জানান, কিলিংমিশনে অংশ নেওয়া রাসেলের ভাই জুয়েল তার গাড়ি ভাড়া করে নিয়ে আসে। এ ঘটনায় সোমবার কমলগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সামছুল হক। মামলা দায়েরের পর মঙ্গলবার ভোররাতে জেলার রাজনগর উপজেলা থেকে মামলার এজাহারভুক্ত আসামী জুয়েল মিয়াকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: