বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ০৭:১৭ পিএম
ভোলার চরফ্যাশনে বিষের  বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কিশোরী। গত মঙ্গলবার (২ নভেম্বর) উপজলোর অ্যাওয়াজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভূট্টর বাড়িতে গিয়ে ওই কিশোরী অনশন শুরু করে। এ ঘটনায় বাড়ি থেকে পালিয়েছেন প্রেমিক। অভিযুক্ত প্রেমিক ওই ইউনিয়নের অ্যাওয়াজপুর গ্রামের জুলফিকার আলী ভূট্টর ছেলে খজবুল্লাহ ওরফে আদলু (২৫)। অ্যাওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন জানান, খজবুল্লাহ ওরফে আদলুর সঙ্গে নাকি ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে বিয়ের দাবিতে একটি বিষের বোতল নিয়ে ওই বাড়িতে অবস্থান করছে সে। তার প্রেমিক তাকে বিয়ে না করলে সে বিষপান করে আত্মহত্যা করবে বলে হুমকিও দিচ্ছে। তিনি আরও জানান, এ খবর শুনে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও চৌকিদারকে ঘটনা স্থলে পাঠিয়েছি। ওই কিশোরীর বাবা-মা ও আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের আসতে বলেছি। তবে রাত ১০টা পর্যন্ত তারা কেউ আসেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, আমরা কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তারা কিশোরীকে ফেরত নেওয়ার জন্য আসছেন বলে জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: