সাগরে ট্রলারের গ্রাফির দড়ি পায়ে পেচিয়ে জেলের মৃত্যু

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২১, ০৬:৫৭ পিএম
গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার নোঙর করার জন্য গ্রাফি ফেলার সময় দড়ি পায়ে পেঁচিয়ে সাগরে ডুবে পরিমল মিস্ত্রি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সুন্দরবন থেকে দক্ষিন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরিমলের বাড়ী পাথরঘাটার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামে। তার বাবার নাম নকুল মিস্রী।সে পেশায় কৃষক। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, উপজেলার বাদুরতলা গ্রামের আহমদ মিস্ত্রির মালিকানা এফবি তানজিলা ট্রলারের জেলেরা সাগরে মাছ ধরছিল। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যার পরে সাগরে গিয়ে ট্রলারটি নোঙ্গর করার জন্য ওই ট্রলারের পরিমল নামে এক জেলে গ্রাফি ফেলার সময় তার পায়ে দড়ি পেঁচিয়ে সাগরে পড়ে যায়। তাৎক্ষণিক ওই টলারের অন্যান্য জেলেরা পরিমলকে উদ্ধারের জন্য দড়ি টানাটানি করার কিছুক্ষণ পর উদ্ধার করতে সক্ষম হলেও ততক্ষনে সে মারা যায়। আজ সকালে মরদেহ নিয়ে পাথরঘাটায় পৌঁছেছে। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সাগরে গ্রাফির দড়িতে পেচিয়ে সাগরে ডুবে নিহত জেলের মৃতদেহ সুরতহাল শেষে বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: