পশ্চিমজুড়ী ইউপিতে আজ যাচ্ছে না ব্যালট

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ১০:৩০ পিএম
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫ টি ইউপি সহ দেশের ৮৪৮ টি ইউপি নির্বাচনে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। বুধবার (৯ নভেম্বর) উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিয়ম অনুযায়ী ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে ভোটের দিন সকালে। স্থানীয় সরকারের অধীনে দ্বিতীয় ধাপের এ নির্বাচনে উপজেলার বাকি ৪টি ইউপির ভোটকেন্দ্রে বুধবার বিকালের মধ্যে নিবাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৫ টি ইউপিতে ৯২৮৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ভোটারদের জন্য ৪৯ টি কেন্দ্র ও ২৪১ টি বুথ তৈরি করা রয়েছে‌। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, প্রিজাইডিং কর্মকর্তাদের মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জামাদি। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নে ব্যালট পেপার ভোটের দিন সকালে পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে নির্বিঘ্নে ভোট আয়োজনের সব প্রস্তুতিই নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিমরা রয়েছেন নির্বাচনী এলাকায়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, “অবাধ, সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে যাতে নেতিবাচক কিছু না ঘটে সেই প্রস্তুতি আমাদের আছে।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: