নৌকা প্রতীকের ভুয়া এজেন্ট আটক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৭:৩৬ পিএম
বরগুনার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনসাতলী কেন্দ্রে আচরণ বিধি লংঘনের ও নৌকা মার্কার জাফর নামক এক ভুয়া এজেন্ট আটক। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরগুনা সদর উপজেলার এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ চলছে। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে বরগুনা জেলায় এই একটি ইউনিয়নেরই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বালিয়াতলী ইউনিয়নের নয়টি কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীন ভাবে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এর আগে গত মঙ্গলবার এ ইউনিয়নের নির্বাচন পূর্ববর্তী সহিংসতা নিয়ে একটি রিট আবেদনের আদেশে হাইকোর্ট বলেছেন, এম. বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো ধরনের সহিংসতা কিংবা প্রাণহানির ঘটনা ঘটনলে এর জন্য নির্বাচন কমিশন আসামি হিসেবে গন্য হবেন। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন এসআই এবং দু'জন এএসআইসহ পাঁচজন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ১৫ জন আনসার সদস্য। এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম এবং প্রতি তিনটি কেন্দ্রের জন্য আরো একটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়াও নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি এক প্লাটুন বিজিবিসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় নিয়োজিত রয়েছেন র্যাব সদস্যরা। এ নির্বাচনে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ১২ জন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে করবেন ২২ হাজার ৮৭১ জন। এদের মধ্যে ১১ হাজার ৫১২ জন নারী এবং ১১ হাজার ৩৫৯ জন পুরুষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: