ফুলবাড়ীয়ায় ইউপি চেয়ারম্যান হলেন যারা

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১, ০৪:৫৫ এএম
আল-আমিন ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) থেকে: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত ৪ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৪ জন, স্বতন্ত্র ১ জন ও বিএনপি নেতা ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাঁদেরকে বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এ নির্বাচনে উপজেলার কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থগিত করায় ঐ দুটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। যারা নির্বাচিত- ১ নং নাওগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী মোজাম্মেল হক মোজা (আনারস) ৫৬৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত। প্রতিদ্বন্দ্বি আ’লীগ'র মো. আব্দুর রাজ্জাক (নৌকা) ৫ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন। ২ নং পুটিজানা ইউনিয়নে সাইদুর রহমান রয়েল (আনারস) ৬৮০৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ’লীগ'র মো. ময়েজ উদ্দিন তরফদার (নৌকা) ৬ হাজার ৪৩২ ভোট। ৪ নং বালিয়ান ইউনিয়নে বিএনপি নেতা মিজানুর রহমান পলাশ (আনারস) ৯ হাজার ৩৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী শামীমা খাতুন ৭০৯১ ভোট। ৫ নং দেওখোলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু (নৌকা) ৫ হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগ বিদ্রোহী মো.জয়নাল আবেদিন (স্বতন্ত্র) প্রার্থী ৩ হাজার ৮০৩ ভোট। ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়নাল আবেদিন বাদল (চশমা)৮০৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীললীগ মনোনিত মো. রুহুল আমীন (নৌকা) ৫০৮১ ভোট পেয়েছেন। ৭ নং বাকতা ইউনিয়নে বিএনপি নেতা ফজলুল হক মাখন ( মটর সাইকল) ৬৮৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ'র বিদ্রোহী জাহাঙ্গীর আলম আকন্দ ৫০০৫ ভোট পেয়েছেন। ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী ৫৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী শাহজাহান সিরাজ ৩৭০৮ ভোট পেয়েছেন। ৯ নং এনায়েতপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনানিত মো. বুলবুল হোসেন (নৌকা) ১৪০১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী মো. কবীর হোসেন তালুকদার ১ হাজার ৬০৪ ভোট পেয়েছেন। ১০ নং কালাদহ ইউনিয়নে আওয়ামীলীগ'র বিদ্রোহী মো. নজরুল ইসলাম মাস্টার ৫ হাজার ৬২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনিত ইমান আলী (নৌকা) পেয়েছ ৩৯৭৪ ভোট। ১১ নং রাধাকানাই ইউনিয়ন আওয়ামীলীগ মনোনিত গোলাম কিবরিয়া তরফদার, (নৌকা) ১৩ হাজার ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী মো. সারোয়ার আলম রোকন তরফদার পেয়েছেন ৯ হাজার ৪৪৫ ভোট। ১৩ নং, ভবানীপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনানীত মো. জবান আলী সরকার (নৌকা) ৪ হাজার ৪৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী মো. কামরুজ্জামান (আনারস) ৪ হাজার ১৬৩ ভোট পেয়েছেন। ফলাফল ঘোষিত না হওয়া ২টি ইউনিয়নের প্রার্থীদের প্রাপ্ত ভোট ৩ নং কুশমাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত আলহাজ্ব শামসুল হক ( নৌকা)৪৫২৩ ভোট, আওয়ামী লীগ'র বিদ্রোহী আঃ বাতিন পুলু (চশমা) ৬ হাজার ৩৬৮ ভোট পয়েছেন ও ১২ নং আছিম পাটুলী ইউনিয়নে যুবদল নেতা ইমরুল কায়েস ১০ হাজার ৬২৫ ভোট, আওয়ামীলীগ মনোনীত এস এম সাইফুজ্জামান (নৌকা) ৪ হাজার ১৩৬ ভোট পেয়েছেন (১ টি কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষাধীন রয়েছে)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: