জয়ের গল্প শোনালেন বশেমুরবিপ্রবি শিক্ষিকা জয়নাব

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১, ০৬:৪০ এএম
বশেমুরবিপ্রবি ট্যুরিস্ট সোসাইটিকে নেপালের লবুচে পর্বত জয়ের গল্প শোনালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন শান্তু। তিনি গত ১ নভেম্বর নেপালের হিমালয়ের খুম্বু রিজিওনের ৬১১৯ মিটার (২০ হাজার ৭০) ফুট উচ্চতা বিশিষ্ট লবুচে পর্বতে  প্রথম বাঙ্গালি নারী পর্বতআরোহী হিসেবে জয় করেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় শহীদ মিনারে বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট সোসাইটির শিক্ষক উপদেষ্টা ফায়েকুজ্জামান টিটো, বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় জয়নাব শান্তু লবুচে পর্বত অভিযানের পিছনে বাধাবিপত্তি, বিভিন্ন মজার অভিজ্ঞতা, ১৯৫৩ সালে এভারেস্ট বিজয়ী কাঞ্চা শেরপাদের মতো বিভিন্ন পর্বতারোহীদের সাক্ষাৎ, স্পন্সরশীপ ম্যানেজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তিনি বলেন, "আমার পরবর্তী টার্গেট এভারেষ্ট। এজন্যে নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করছি।" বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটিকে নিয়ে জয়নাব শান্তু বলেন, "বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের টুরিস্ট সোসাইটি থেকে বশেমুরবিপ্রবি টুরিস্ট সোসাইটি এগিয়ে থাকুক। এখান থেকেই ভালো পর্বতারোহী বের হয়ে আসুক এটাই প্রত্যাশা। এজন্যে যা করনীয় যেমন ট্রেনিং ব্যবস্থা আমরা করতে পারি।" প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে ২০১৯ সালের ২৯ অক্টোবর 'চলো হে অভিযাত্রী, গড়ি নির্মল ধরিত্রী' স্লোগান নিয়ে যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি ট্যুরিস্ট সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ট্যুর পরিচালনা, পরিবেশ ভারসাম্য রক্ষা সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: