লোহাগড়ায় ইউপি নির্বাচন: আ.লীগের ১২ ও বিদ্রোহী ৪৩ প্রার্থীর মনোনয়ন জমা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০৩:৩৫ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইলে আসন্ন লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ চেয়ারম্যান পদে আ.লীগের ১২ জন, বিদ্রোহী ৪৩ জনসহ ৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর)  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১২টি ইউনিয়নে চেয়াম্যান পদে আওয়ামী লীগ দলীয় সমর্থীত ১২ জন এবং বিদ্রোহী ৪৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১ জনসহ মোট ৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ১ নং নলদী ইউনিয়নে ৬ জন, ২ নং লাহুড়িয়া ইউনিয়নে ৩ জন, ৩ নং শালনগর ইউনিয়নে ৫ জন,৪ নং নোয়াগ্রাম ইউনিয়নে ৫ জন, ৫ নং লক্ষীপাশা ইউনিয়নে ৫ জন, ৬ নং জয়পুর ইউনিয়নে ৪ জন, ৭ নং লোহাগড়া ইউনিয়নে ৪ জন, ৮ নং দিঘলিয়া ইউনিয়নে ৮ জন, ৯ নং মল্লিকপুর ইউনিয়নে ৮ জন, ১০ নং কোটাকোল ইউনিয়নে ৮ জন, ১১ নং ইতনা ইউনিয়নে ৭ জন এবং ১২ নং  কাশিপুর ইউনিয়নে ৪ জন প্রার্থী ও সাধারন সদস্য পদে ৪৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, গত ১০ নভেম্বর আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: