নড়াইলে ‘পুলিশ সুপার’ ক্রীড়া প্রতিযোগিতা 

প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০২:৩৬ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার ক্রীড়া প্রতিযোগিতা - ২০২১' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট প্রতিযোগিতায় নড়াইল পুলিশ অফিস ক্রিকেট একাদশ ও পুলিশ লাইন্স ক্রিকেট একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নড়াইল পুলিশ লাইন্স ক্রিকেট একাদশকে ৫ উইকেটে হারিয়ে পুলিশ অফিস একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রধান অতিথি নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন, ডিউটির পাশাপাশি খেলাধুলা মানুষের দেহ, মন ও আত্মার উন্নতি ঘটায়। তাই ফিটনেস ও কর্ম ক্ষমতা ধরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। এছাড়া নিজেকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তাগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস, এম, কামরুজ্জামান পিপিএম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়গণ ও দর্শকবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: