লোহাগড়ায় ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২১, ০৩:৫২ এএম
হাবিবুর রহমান, নড়াইল থেকে: নড়াইলে লোহাগড়া থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন এর সভাপতিত্বে লোহাগড়া থানা চত্বরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার;প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সে লক্ষ্যে সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে। এ সময় তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এছাড়া যে কোনো সমস্যায় বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  ৯৯৯ এ যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু, উপজেলা আ'লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, উপজেলা আ,মীলীগ সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিউর রহমান, লোহাগড়া থানার সকল কর্মকর্তা ও ফোর্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও লোহাগড়া থানার ১২ ইউনিয়ন এর চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ। উল্লেখ্য, গত ১০ নভেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়ন এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: