আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৯:৩৪ পিএম
আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো লালমনিরহাটে তিন দিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা। বুধবার (৮ ডিসেম্বর) বাদ ফজর শুরু হওয়া এ ইজতেমা আজ শুক্রবার (১০ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হলো। ইজতেমা সফল করতে ধর্মপ্রাণ মুসল্লী ও আয়োজকরা অনেকদিন ধরে প্রাণপন চেষ্টা করে প্রস্তুত করেছিলো লালমনিরহাট কালেক্টরেট মাঠ। আগত মুসল্লিদের থাকার জন্য পুরো মাঠে সামিয়ানা দিয়ে সাজানো হয়েছিলো। তৈরী ছিলো পর্যাপ্ত ওযূ ও গোসলের ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ সংযোগ, স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করেছিলো ইজতেমা কর্তৃপক্ষ। ইজতেমা মাঠে নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত পুলিশ, ভ্রাম্যমান মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থেকে সেবা প্রদান করেছে । এছাড়াও সার্বক্ষনিক ওয়াজ টাওয়ারে ছিলে নিরাপত্তা ব্যবস্থা। জেলার ৫টি উপজেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মুসল্লীগন ইজতেমায় অংশগ্রহণ করে। দেশের বরেন্য আলেমগন ইজতেমায় বয়ান পেশ করেছে ইজতেমার তিন দিন। ২০১৬ সাল থেকে লালমনিরহাট জেলায় আঞ্চলিক ইজতেমা শুরু হয়। এবার বিভিন্ন এলাকার লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটেছিলো ইজতেমা এবং আখেরি মোনাজাতে৷

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: