হালুয়াঘাটে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১২:৩৭ এএম
দেওয়ান নাঈম, হালুয়াঘাট থেকে: ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট শাখার উদ্যোগে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও করোনাকালীন প্রাথমিক শিক্ষার শিখন ঘাটতি পূরণে মতবিনিময় সভা ও প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট শাখার সভাপতি বোরহান উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য  জুয়েল আরেং। উক্ত অনুষ্ঠানে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মীনি ও স্থানীয় এমপির মাতা মমতা আরেং (অবসরপ্রাপ্ত শিক্ষক) কে “রত্নগর্ভা” সম্মানতা পদক প্রদান করা হয়।  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, ভূবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনজুরুল হক জুয়েল, রতন দাস, মো.মোশারফ হোসেন, সায়মা সুলতানা, গোলাম মোস্তফা খান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট শাখার নির্বাহী সভাপতি মো.আব্দুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি  মোঃ এমরান হোসেন, মো.সিরাজুল ইসলাম,নির্বাহী সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সরকারসহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হালুয়াঘাট শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি  হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: