যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ পিএম
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম কোনো এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। টেক্সাস অঙ্গরাজ্যের ওই ব্যক্তি করোনার টিকা নেননি বলে জানা গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার এবিসি নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম প্রাণহানির ঘটনা ঘটে। এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। টেক্সাস অঙ্গরাজ্যের হ্যারিস কাউন্টির স্বাস্থ্য অধিদফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। করোনা টিকা না নেওয়ার কারণে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রধান ধরন হয়ে উঠেছে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তদের ৭৩ শতাংশেরও বেশি মানুষ ওমিক্রনের কারণে সংক্রমিত হয়েছেন। যুক্তরাজ্যসহ ইউরোপের বহু দেশে ভেঙেছে সংক্রমণের রেকর্ড। এই পরিস্থিতিতে আবারও কঠোর বিধিনিষেধের দিকে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেশের সীমান্ত বন্ধ করেননি প্রেসিডেন্ট জো বাইডেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতি ও ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন।সূত্র: রয়টার্স

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: