গফরগাঁওয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ জন চেয়ারম্যান

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১০:০৯ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৫ ইউনিয়নের আওয়ামীলীগের ১২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সোমবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামীলীগের ১২ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান ঘোষণা করেন। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গফরগাঁওয়ের ১৫ ইউনিয়নের ১২ ইউপিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বেসরকারী ভাবে চেয়ারম্যান হিসাবে তাদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন, বারবাড়িয়া ইউনিয়নে মো. আবুল কাশেম, সালটিয়া ইউনিয়নে মো. নাজমুল হক ঢালী, চর আলগী ইউনিয়নে মো. মাছুদুজ্জামান, যশরা ইউনিয়নে মো. তারিকুল ইসলাম রিয়েল, রাওনা ইউনিয়নে শাহাবুল আলম, গফরগাঁও ইউনিয়নে মো. শামসুল আলম, পাঁচবাগ ইউনিয়নে মো. মাহবুবুল আলম, লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, উস্থি ইউনিয়নে মো. নজরুল ইসলাম, দত্তেরবাজার ইউনিয়নে মোছা. রোকসানা বেগম, নিগুয়ারীতে মো. তাজুল ইসলাম মৃধা ও পাইথল ইউনিয়নে মো. আক্তারুজ্জামান। অপর ৩ ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সাথে একাধিক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। ইউনিয়নগুলো হচ্ছে, রসুলপুর দলীয় প্রার্থীসহ ৫ জন, মশাখালীতে ২ জন ও টাংগাব ইউনিয়নে ৩ জন করে চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারী ওই তিন ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হবে।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: