ময়মনসিংহবাসীর কাছে প্রশংসিত জেলা প্রশাসক এনামুল হক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০২:০৪ এএম
নিজের অদম্য মনোবলকে সম্বল করে চরম প্রতিকূলতাকে জয় করে হয়েছেন সফল, যোগ্য, দক্ষ, উজ্জ্বল, সৎ, নিরপেক্ষ, সংযমী, বিনয়ী এবং জনবান্ধব ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। ময়মনসিংহ জেলার মানুষকে সেবা দিয়ে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত তিনি। জনসেবার জন্য প্রশাসন গড়তে অবিরাম গতিতে তার উদ্যম উৎসাহে এগিয়ে চলছে ময়মনসিংহ। অনিয়ম-দুর্নীতির আঁধার কেটে আলোর মিছিলে এনামুল হক । ২০২১ সালের জানুয়ারিতে ময়মনসিংহে ডিসি হিসাবে যোগদান করেন, মোহাম্মদ এনামুল হক । এরআগে তিনি জামালপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন । মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান। ময়মনসিংহে যোগদান করেই তিনি ময়মনসিংহ জেলার ১৩ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সচিবদের কোন ধরনের ঘুষ দুর্নীতিতে না জড়ানোর আহবান জানান । বর্তমানে ঘুষ দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ । তিনি সংশ্লিষ্টদের আহবান জানিয়ে বলেন, আপনারা এমন কোন দুর্নীতিতে জড়াবেন না যাতে দুদকের হাতে হেনস্থার শিকার হতে হয়। আপনারা দুর্নীতি মুক্ত হলে আপনাদের সন্তানেরাও ভালো থাকবে। তারাও ভাল হবে। সুদর্শন ও স্পষ্টবাদী ডিসি এনামুল হক ইতোমধ্যেই কথা ও কাজে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রশংসাপ্রাপ্ত হয়েছেন। তার মহৎকর্ম ও মানসিকতা প্রশংসনীয় জেলাবাসীর মুখে মুখে। ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সকল উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের দক্ষতার সাথে সম্পাদনের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। সৌহার্দ্য, সম্প্রীতি, শ্রদ্ধাবোধ এবং সমন্বয় নিশ্চিত করেছেন তিনি। ময়মনসিংহ জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়নসহ বিধিত বিষয় নিয়ে সকল স্তরের শ্রেণিপেশার মানুষের পরামর্শ নেন মোহাম্মদ এনামুল হক। তার বিষয়ে কারো কাছে জানতে চাইলেই বলেন জেলা প্রশাসক এনামুল হক স্যারের মত ভাল, নম্র ভদ্র, বিনয়ী, নির্ভীক, সৎ মানুষ এ জেলা কখনো দেখিনি। তাকে নিয়ে ময়মনসিংহে সমালোচনা নেই আছে প্রশংসা আর প্রশংসা। মানুষের এই দোয়া ও ভালোবাসা দেখে ডিসি এনামুল হক নিজেই হতবাক। এই ডিসি'র কাজের প্রশংসায় মুখরিত ময়মনসিংহবাসী। সততা, দক্ষতা ও আন্তরিকতার জন্যই এটা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। জনসেবার দৃষ্টান্ত তৈরি করে সামনে এগিয়ে চলছেন। তবে তার দৃঢ় সিদ্ধান্তের কারণে কেউ অখুশি হলেও নৈতিক অবস্থান থেকে পিছপা হননা এনামুল হক ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: