জয়পুরহাটে ইউপি নির্বাচন কাল

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০২:০৬ এএম
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট থেকে: চতুর্থ ধাপে ঘোষিত তফশিল অনুযায়ী জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপিতে কাল রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি গ্রহনের অংশ হিসাবে আজ শনিবার কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহন সামগ্রী পাঠানোর ব্যাবস্থা করে সদর উপজেলা নির্বাচন অফিস । রবিবার সকালে কেন্দ্রে পাঠানো হবে শুধু ব্যালট পেপার। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চতুর্থ ধাপের ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী জয়পুরহাট সদর উপজেলার ৯ ইউনিয়নে কাল (২৬ ডিসেম্বর) ভোট অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হচ্ছে- ধলাহার, দোগাছী, চকবরকত, ভাদসা, জামালপুর, মোহাম্মাদাবাদ, পুরানাপৈল, বম্বু ও আমদই ইউনিয়ন। ওই ইউনিয়ন গুলোতে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১ লাখ ৭৯ হাজার ৪৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার হচ্ছেন ৯০ হাজার ৮৩০ জন ও মহিলা ভোটার ৮৮ হাজার ৬৬৮ জন। ৯ ইউনিয়নের মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা হচ্ছে ৫১৬ জন। এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত আসনে (মহিলা) সদস্য পদে ১৩৩ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৩৫১ জন। এদিকে জামালপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ২ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হচ্ছেন চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের হাসানুজ্জামান মিঠু ও ২ নং সংরক্ষিত আসনে (মহিলা) সদস্য পদে ডলি পারভিন। জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিঞা বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও আচরণবিধি পুরোপুরি ভাবে মেনে চলার জন্য মাঠ পর্যায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর নজরদারী করা হচ্ছে। যে কোন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ভোট গ্রহন কর্মকর্তাদের ইতোমধ্যে প্রশিক্ষন প্রদান করা রয়েছে। এরমধ্যে রয়েছেন প্রিজাইডিং অফিসার ৮৬ জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৫০৩ জন ও পোলিং অফিসার রয়েছেন এক হাজার ৬ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: