ফরিদপুরে লাগামহীন সবজির দাম

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:১৮ পিএম
এহসানুল হক, ফরিদপুর থেকে: দীর্ঘদিন পরে শীতের মৌসুমে শবজির বাজারে কিছুটা স্বস্তি আসলেও হঠাৎ আবারও শবজির বাজারের লাগামহীন ঊদ্ধগতি। সোমবার (২৭ ডিসেম্বর)  ফরিদপুরের নগরকান্দা বাজারে বিভিন্ন স্থানে  শবজি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার  পরিদর্শনে বিষয়টি লক্ষ্য করা যায়। কয়েকদিন আগে করোলা ছিলো প্রতি কেজি ৩৫ টাকা কিন্ত আজ প্রতি কেজি করোলা ৬০ টাকা। শিম প্রতি কেজি ৭০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৫০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকা, বাঁধাকপি প্রতি কেজি ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা। যা গত সপ্তাহের মূল্যের প্রায় দ্বিগুণ। নগরকান্দা বাজারে শবজি ব্যবসায়ী মোঃ ফারুক আহমেদ বলেন কয়েকদিনের ভারী বৃষ্টিতে শবজি চাষীরা ব্যাপা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফলন কমে যাওয়ায় বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তবে কিছুদিন পরে আবার হয়তো শবজির বাজার স্থিতিশীল হবে। এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও লাগামহীনভাবে বাড়তে থাকায় বিপাকে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত সমাজের সাধারণ মানুষ। নগরকান্দা বাজারের এক মুদি ব্যবসায়ী বলেন, অনিয়ন্ত্রিতভাবে ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির পাওয়ায় আমরা ও ব্যবসা করে অশান্তিতে আছি। বাজার স্থিতিশীল হলে ব্যবসা করতে ও সুবিধা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: