জয়পুরহাট ব্যাটালিয়নের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৪১ এএম
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট থেকে: জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন কার্যালয়ে আজ সোমবার (২৭ ডিসেম্বর) এক জাকজমকপূর্ণ প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) আয়োজিত প্রীতিভোজ ও সাংস্কৃক্ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। সঙ্গে ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম। প্রীতিভোজ অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এ ছাড়াও উপ অধিনায়ক মেজর আবু নাঈমসহ জেলা প্রশাসন, র‌্যাব, বিজিবি’র উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মো: রফিকুল ইসলাম বিজিবি’র প্রতিষ্ঠালগ্নের চিত্র তুলে ধরেন এবং চোরাচালান প্রতিরোধ, আইনশৃংখলা রক্ষা সহ বিজিবি’র বিভিন্ন সাফল্য নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সন্ধ্যায় আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: