ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৪১ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নতুন কার্যকরী পরিষদের ২০২২-এর নির্বাচন আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বছর নির্বাচনে এক হাজার ৯৫০ জন শিক্ষক ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে দলীয় প্যানেল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সমির্থত শিক্ষকদের সংগঠন নীল দল ও বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। শিক্ষক সমিতির ১৫টি পদে নির্বাচন হবে আজ। এর মধ্যে পাঁচটি কার্যনির্বাহী ও ১০টি সদস্য পদ রয়েছে। করোনার কারণে গত নির্বাচনে বিএনপিপন্থী সংগঠন সাদা দল অংশগ্রহণ না করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সব পদে জয় লাভ করে নীল দল। এছাড়াও গত কয়েক বছর ধরে এই শিক্ষক সমিতিতে আওয়ামী লীগ সমর্থক প্যানেল জয়ী হয়ে আসছে। তার আগে টানা কয়েকবার বিএনপি সমর্থকরা সমিতির নিয়ন্ত্রণে ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: