জয়পুরহাটে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:১১ এএম
শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে জয়পুরহাট শহিদ ডা: আবুল কাশেম ময়দানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৪ দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় ও স্থানিয় সরকার বিভাগের সহযোগিতায় জয়পুরহাট জেলা প্রশাসন ৪ দিন ব্যাপী এই বইমেলার আয়োজন করছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করা হয়। বইমেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। আলোচনায় অংশগ্রহন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার পারভেজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক আমিনুল হক বাবুল, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। জেলা প্রশাসকসহ অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বইমেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। আগামী ২ জানুয়ারী এই বইমেলা শেষ হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: