ফানুশের নাম শুনেছি, কোনওদিন ওড়াইনি: তাসলিমা নাসরিন

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ০৫:৩৩ পিএম

বাংলাদেশের নানান ইস্যুতে বিভিন্ন সময়ে নিজস্ব মতামত তুলে ধরেন আলোচিত-সমালোচিত নারী তাসলিমা নাসরিন। এরই ধারাবাহিকতায় ফানুশ ওড়ানার ঘটনাতেও নিজের মতামত তুলে ধরে সামাজিক যোগাযোগ গণমাধ্যম (ফেসবুকে) স্ট্যাটাস দিয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে শনিবার (১ জানুয়ারি) বিকেলে তার ভেরিফাইকৃত ফেসবুকে ফানশ নিয়ে একটি স্ট্যাটাস পোস্ট দেন।

ফানুশ ওড়ানোর ঘটনায় তাসলিমা নাসরিনের স্ট্যাটাসটি বিডি২৪লাইভ ডটকম এর পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা নিম্নে হলো-

'ফানুশের নাম শুনেছি, কোনওদিন ওড়াইনি। বাংলাদেশে পরবে উৎসবে আজকাল ফানুশ ওড়ায় মানুষ। নতুন বছরের ফানুশ থেকে নাকি দশ জায়গায় আগুন লেগেছে। ফানুশ তো মনে হচ্ছে একরকম আগুন নিয়ে খেলা। যতই দেশের লোক নরকের আগুন থেকে বাঁচার জন্য মরিয়া, ততই নানা কিছু থেকে বাসে ট্রাকে, কারখানায়, লঞ্চে, ট্রেনে, বাড়িতে, দোকানে আগুন লেগেই চলেছে।

ফেসবুক থেকে নেয়া।

ফানুশ শুনেছিলাম ওড়ানো নিষিদ্ধ। নিষিদ্ধ আনন্দের জন্য ওদের কি শাস্তি হবে! যত যাই বলি, দেখতে কিন্তু বেশ এই ঢাকার ফানুশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: