জেলা পুলিশের উদ্যোগ ভাঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১১:১৭ এএম

সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর থেকে: সারাদেশে যখন বইছে তীব্র কনকনে শীত, ঘন কুয়াশায় জন-জীবন বিপর্যস্ত। হার কাঁপানো শীতে দরিদ্র ছিন্নমূল মানুষের যেন মরার উপর খাঁড়ার ঘা। ঠিক এমন সময় মানুষ যখন শীতে গৃহবন্ধি ঠিক তখন গভীর রাতে কম্বল হাতে ভাঙ্গায় গরিব ও অসহায় মানুষের দ্বারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা।

গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) গভীর রাতে ভাঙ্গা উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ড, ভাঙ্গা চৌরাস্তা, মালিগ্রামের মহাসড়কের পাশে থাকা ছিন্নমূল অসহায় গরীব মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামাল পাশা বলেন, এই প্রচন্ডশীতে ছিন্নমূল অসহায় গরীব মানুষগুলো প্রচন্ড কষ্ট পাচ্ছে। তাদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সড়কের পাশে থাকা অসহায়দেরও কম্বল দেওয়া হয়। সমাজে যারা বিত্তবান আছে, তাদের এই ছিন্নমূল অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার। কম্বল বিতরণকালে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: