ভারতে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত প্রায় ১ লাখ ৮০ হাজার

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের শুরুতেই আশঙ্কা জনক হারে বেড়িই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটি গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৩ জন। সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ধরন ওমিক্রনে দেশটিতে আক্রান্ত হয়েছেন চার হাজার ৩ জন। ইতোমধ্যে দেশটির ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার এ ধরন ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এ নিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৫৭ লাখ মানুষ। মৃত্যু হয়েছে চার লাখ ৮৩ হাজারের বেশি মানুষের।
বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭ লাখ ৩৭ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৮৭ হাজার জন। এদিকে ভারতে শনাক্ত রোগীর সংখ্যা বাড়লেও দৈনিক মৃত্যু কিছুটা কমেছে গতকাল দেশটিতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ ৫৯ হাজার ৬৩২ জন, মৃত্যু হয়েছিল ৩২৭ জনের।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: