ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ০৪:২২ পিএম

এহসানুল হক, ফরিদপুর থেকে: ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদারবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যা শুরু করলে ২৬শে মার্চ প্রথম প্রহরে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর পাকিস্তানি হানাদারবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করেন পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখেন ।

স্বাধীনতার ২৩ দিন পর ১৯৭২ সালের এইদিনে অর্থাৎ ১০ জানুয়ারি বেলা ১টা ৪১ মিনিটে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।

এদিকে আজ সোমবার (১০ জানুয়ারি) ফরিদপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সুবল চ্ন্দ্র সাহার সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক পতাকা উত্তোলন,জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক, যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ,শ্রমিক লীগের আহবায়ক ইমান আলী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সেক্রেটারি সোহেল মিয়া সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: