নড়াইলে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ০৮:০০ পিএম

হাবিবুর রহমান, নড়াইল থেকে: বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে নড়াইলের লোহাগড়ায়। সোমবার (১০ জানুয়ারি) লোহাগড়া উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কর্নেল ডা. মো জাকির হোসেন। এ সময় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন- নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন, স্থানীয় প্রতিনিধি মো. হেলাল মিয়া , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ডা. রাজীব (চোখ), ডা. বিজয় (মেডিসিন), ডা. মুনিয়া (শিশু), ডা. জান্নাত (গাইনি)। সব মিলে প্রায় এক হাজার অসচ্ছল ও দুস্থ মানুষকে এ ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও মেডিসিন প্রদান করা হয়। ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল নাজমুন্নাহার পিএসসির তত্ত্বাবধানে এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় বলে জানান মো. হেলাল মিয়া।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশক্রমে চলমান শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহনরত ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগন আর্তমানবতার সেবায় নিরলসভাবে বিভিন্ন জনসেবামুলক কর্মকান্ড নিয়মিতভাবে পরিচালনা করছে। ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার এর সার্বিক তত্বাবধানে যশোর ও খুলনা অঞ্চলের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে এ ধরনের মানব সেবা পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যন্ত অন্চলের মানুষের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দিচ্ছে। সব সময় বাংলাদেশে সেনাবাহিনী দেশের সকল প্রয়োজনে নিরলস ভাবে কাজ করে যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: