কৌশলে গ্রামের অসহায় মানুষের কিডনি সংগ্রহ করে তারা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ০৩:১৫ পিএম

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট থেকে: জেলার কালাই উপজেলার জয়পুর বহুতি গ্রাম থেকে মানবদেহের গুরুত্বপূর্ন অঙ্গ কিডনি কেনাবেচা চক্রের মূল হোতাসহ দালাল চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র‌্যাব-৫ রাজশাহী অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো: জিয়াউর রহমান তালুকদার জয়পুরহাট ক্যাম্পে বুধবার সকাল সাড়ে ১১ টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। গ্রেফতার হওয়া কিডনি কেনাবেচা দালাল চক্রের সদস্যরা হচ্ছেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার বহুতি গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আব্দুল করিম ওরফে কোরবান আলী (৪৫), উলিপুর গ্রামের আবু সাঈদ আকন্দের ছেলে খাজা ময়েনউদ্দিন (৪৪), আবুজার রহমানের ছেলে আজাদুল ইসলাম (৩৭), পাইকপাড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে আফসার মন্ডল (৫৬), আছির মন্ডলের ছেলে নুরুল ইসলাম (৫০), পূর্ব কিষ্টপুর গ্রামের আবু বক্কর ফকিরের ছেলে বাবলু ফকির (৫২), দুধাইল নয়াপাড়ার আব্বাস আলী মন্ডলের দুই ছেলে সোবহান মন্ডল (৫২) ও মুজাহিদ হোসেন মন্ডল (৪০) ও মোকলেছার রহমানের ছেলে সাজেদুল ফকির (৩৮)।

লেঃ কর্ণেল জিয়াউর রহমান তালুকদার সাংবাদিকদের আরও জানান, কিডনি কেনাবেচা সংঘবদ্ধ চক্রের ওই সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গ্রামের দরিদ্র, অসহায় ও অভাব অনটনে থাকা লোকজনদের টার্গেট করে অর্থের লোভ দেখিয়ে কৌশলে দেহ থেকে কিডনি সংগ্রহ করে থাকে। এ গুলো উচ্চ মুল্যে কিডনি গ্রাহকদের নিকট বিক্রি করলেও প্রকৃত কিডনি দাতারা চুক্তি মোতাবেক টাকা পায়না। টাকা চাইতে গেলে নানা ভাবে হয়রানির স্বিকারসহ প্রাণনাশের হুমকিও দেওয়া হয় কিডনি বিক্রেতাদের।

এ ঘটনায় স্থানিয় ভাবে বারবার মিটিংয়ে আলোচিত হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে র‌্যাব-৫ জয়পুরহাটের একটি গোয়েন্দাটীম। অনুসন্ধানে সত্যতা পেয়ে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা কিডনি বেচাকেনার সাথে জড়িত রয়েছে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেন। কিডনি বেচা কেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‌্যাব ৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে.কমান্ডার তৌকির, সহ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদসহ র‌্যবের বিভিন্ন স্থরের সদস্যরা।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: