জায়পুরহাটে ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ০৯:৫৮ এএম

শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (১২ জানুয়ারি) রাত নাড়ে ৮টার দিকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির। তিনি জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া দুজন হচ্ছেন জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়ার দুলাল হোসেনের ছেলে রব্বানী (২২) ও শ্যামপুর গ্রামের মতিয়র রহমানের ছেলে মমিন (২০)। জয়পুরহাট সদর থানায় বুধবার সকালে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন এক ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর গ্রেফতারকৃত আসামীরা ওই ভুক্তভোগীকে জোরপূর্বক তাদের বাড়িতে তুলে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় জয়পুরহাট থানায় মামলা (নং-১৭) দায়ের করা হলে তাদের গ্রেফতার করা হয় বলে জানান, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির। জিডি মুলে আসামীদের জয়পুরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: