ময়মনসিংহে লড়ি চাপায় দুই নারী নিহত

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:০৪ পিএম

বালু বোঝাই লড়ি চাপায় ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারী চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার পুখুরিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চর কামারিয়া ভাটিপাড়া গ্রামের মৃত মিয়া হোসেনর স্ত্রী বকুলা বেগম (৪৫)।

শনিবার (১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কের ধোপাঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত দুই নারী স্বামীর বাড়ি থেকে অটোরিকসা যোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে অটোরিকসা ধোপাঘাট এলাকায় এসে যাত্রী নামানোর সময় পিছন থেকে একটি বালু বোঝাই লড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঘটনাস্থলে মাজেদা খাতুন মারা যায়। এসময় বকুলা বেগমসহ দুই জন আহত হয়। তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে বকুলা বেগম মারা যায়।

এ বিষয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লতিফ গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনার পর গাড়ি দুটি জব্দ করা সম্ভব হলেও চালকরা পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: