নীড়ে ফিরতে চায় বাক-প্রতিবন্ধী

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

সোহাগ মাতুব্বর, (ভাঙ্গা) ফরিদপুর থেকে: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয় এক যুবকে। দেখতে খুব সুদর্শন হলেও এক বার দেখলে বোঝার কোন কায়দা নেই যে যুবকটি প্রতিবন্ধী। আর ভাগ্য যদি খারাপ হয় তাহলে তো জীবন হয় বিষাদের, তাই তো বাড়ি হারিয়ে ঘুরছে রাস্তায় রাস্তায়।

বাক-প্রতিবন্ধী হবার কারনে বলতে পারে না কথা তাই তো ঠিকানা কি ভাবে বলবে। কি তার পরিচয় কোথায় তার বাড়ি কি করে হবে সন্ধান। তাই তো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি প্রচারণা চালানো যায় হয়তোবা তার এলাকার পরিচিত জন শনাক্ত করতে পারবেন।

এই বিষয়ে উদ্ধারকারী ও ভাঙ্গা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আজাদ বলেন, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এই বাক-প্রতিবন্ধী ছেলে কে উদ্ধার করে থানায় নিয়ে আসি। বাক প্রতিবন্ধী হবার কারনে পরিচয় শনাক্তে বেস বেগ পেতে হচ্ছে। তবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে খুব শীঘ্রই এর পরিচয় পাওয়া যাবে।

তিনি আরো বলেন, যদি কেউ এই যুবক কে দেখে চেনেন তাহলে 01712...753, 0132...7587 এই নম্বরে যোগাযোগ করার বিশেষ অনুরোধ রইল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: