ওমিক্রন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০২:২৭ পিএম

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিন বেড়েই চলেছে। এই কারণে চিন্তিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমরা চাইনা ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাক। গত ১৫/২০ দিনে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৫% এ বেড়েছে। এর আগে গত বার ডেলটা বেড়ে ২৯/৩০% বেড়েছিল পুরো মাস ব্যাপী। তবে এখন যেভাবে ধাপে ধাপে বাড়ছে ৩০% এ যেতে বেশি সময় লাগবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। আজ থেকে ৫০ বছরের বেশি বয়সীরা পাবেন টিকার বুস্টার ডোজ। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৭০ লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত এক কোটি সাত লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনও প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: