শরণখোলায় বৃদ্ধকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০২:২৮ পিএম

বাগেরহাটের শরণখোলায় ইয়াকুব আলী শিকারী( ৯০) নামের এক বৃদ্ধকে গলায় গামছা পেঁচিয়ে মারধর সহ হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৬ জানুয়ারী) রাতে উপজেলার কুমারখালী গ্রামের বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা মৃত. সৈয়দ বেপারীর পূত্র আব্দুল জলিল বেপারীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার রাত ৭টার দিকে পূর্ব খোন্তাকাটা গ্রামের ইয়াকুব শিকারী রায়েন্দা বাজার থেকে বাড়ি ফেরার পথে কুমারখালী এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা জলিল বেপারী সহ ২/৩ জনের একটি দল ওই বৃদ্ধের গলায় গামছা পেঁচিয়ে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে শারিরীক নির্যাতন সহ দা দিয়ে জবাই করতে উদ্যত হলে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বৃদ্ধকে নির্যাতনের বিষয়টি শুনেছেন। তবে, বৃদ্ধের সাথে প্রতিপক্ষের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: