যশোরে ফের করোনার দাপট শুরু!

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ০৯:৩৩ এএম

যশোরে ফের করোনাভাইরাসের দাপট শুরু হয়েছে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার (২১ জানুয়ারি) ৩৫৪ নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সরকারের বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর জেলাকে রেডজোন ঘোষণা করলেও কোনো জনসচেতনতা নেই। যেন রেডজোন সম্পর্কে মানুষের সব কিছু অজানা। তাই ইচ্ছামতো চলাচল করছে মানুষ। কোথাও কোনো স্বাস্থ্য বিধি নেই।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ রেহেনেওয়াজ জানান, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২৬৮ টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ টি র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৪ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়। মোট শনাক্ত ১২৯ জনের মধ্যে যশোর সদর উপজেলায় ৮০ জন, অভয়নগর উপজেলায় ২ জন, চৌগাছা উপজেলায় ৪ জন, ঝিকরগাছা উপজেলায় ২১ জন, শার্শা উপজেলায় ১৬ জন ও কেশবপুর উপজেলায় ৬ জন রয়েছে। ২০ জানুয়ারি ৬৬ জন, ১৯ জানুয়ারি ৭৫ জন, ১৮ জানুয়ারি ৩৩জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, দুই মাস আগেও যশোরে করোনার প্রকোপ ছিলোনা। আক্রান্তের হার প্রায় শূন্য ছিলো। কিন্তু ফের করোনার দাপট বেড়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর জেলাকে রেডজোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এরপরেও সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনে ইচ্ছামতো চলাচল করছে। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেছেন তিনি।

সিভিল সার্জন অফিস জানিয়েছে, ২১ জানুয়ারি পর্যন্ত যশোর জেলায় ২২ হাজার ৪৩০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৫১৭ জনের। এছাড়া ঢাকায় ৬ জন খুলনায় ৭ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১ জন।

এদিকে, সরেজমিনে দেখা গেছে, যশোরকে রেডজোন ঘোষণা করা হলেও কোথাও স্বাস্থ্যবিধি নেই। সরকারের বিধিনিষেধকে তোয়াক্কা করছেন না কেউ। সাধারণ মানুষ ছাড়াও অনেকেই বিধিনিষেধকে তুচ্ছভাবে দেখছেন। মানুষের মধ্যে অসচেতনতাসহ সরকারি বেসরকারি হাসপাতাল, দোকানপাট, গণপরিবহন, শহরের রাস্তায় কার্যত অকার্যকর দেখা যাচ্ছে বিধিনিষেধ। এ ক্ষেত্রে প্রশাসন ও জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে সচেতনতায় তাগিদ দিলে মানুষ কিছুটা সচেতন হতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, যশোরকে রেডজোন ঘোষণার পর প্রশাসন জনসচেতনতায় মাঠে নেমেছে। সরকারের বিধি নিষেধ না মানার কারণে ১৯ জনের বিরুদ্ধে মামলা দিয়ে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যশোর জেলাকে রেডজোন ঘোষণা করেছে স্বাস্থ্যবিভাগ। করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা প্রয়োজন। স্বাস্থ্যবিধি না মানলেঅবস্থা আরও খারাপ হতে পারে। ফলে জনগণকে নিজ নিজ দায়িত্বে সচেতন হওয়া প্রয়োজন।

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: