মোবাইল ইন্টারনেটের ধীরগতি নিয়ে হাইকোর্টের কমিটি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ০৬:১২ পিএম

মোবাইল ইন্টারনেটের ধীরগতি, প্যাকেজ, কলরেট ও কলড্রপ বিষয়ে পর্যবেক্ষণের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। এক মাসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) এ আদেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী এ এম মাসুম।

এদিকে গত বছরের ২২ নভেম্বর মানসম্মত সেবা নিশ্চিত করতে মোবাইল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিষয়ে জানাতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এর আগে গত বছরের ১২ জুন মানসম্মত সেবা নিশ্চিত করতে অপারেটরগুলোর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ‘ল রিপোর্টার্স ফোরামের’ সদস্য সাংবাদিক মেহেদী হাসান ডালিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাশিদুল হাসান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: