কচাকাটায় বাল্য বিয়ে রোধে কর্মশালা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম

নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে প্রকল্প টেকসই করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফর ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের আওতায় সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগড়ি সহযোগীতায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে প্রস্তাবিত কচাকাটা উপজেলার কেদার ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদের সভাপতিত্বে উক্ত কর্মশালায় আলোচনা করেন বিবিএফজি প্রকল্পের নাগেশ্বরী উপজেলা সমন্বয়কারী রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, কাজী,ঘটক,সচেতনমহলসহ ইউপি সদস্যবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: