মেঘ-বৃষ্টি কেটে গেলে আবারো জেঁকে বসতে পারে শীত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ১০:২৩ এএম

গতকালও মেঘাচ্ছন্ন ছিলো দেশের আকাশ। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। কোথাও আবার বৃষ্টির সঙ্গে ঘন কুয়াশা পড়েছে। এতে করে অনেক এলাকায় জেঁকে বসেছে শীত। রবিবার থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে এই মেঘ কেটে যাবে। এই মেঘ কেটে গেলে বুধ বা বৃহস্পতিবার থেকে আবারো রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও সংলগ্ন এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: