আক্কেলপুরে প্রাণিসম্পদ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ০২:৫৩ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে প্রাণিসম্পদ দপ্তরের ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের গনিপুর গ্রামে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ মাহবুব হাসান চৌধুরী ও অন্যান্য কর্মকর্তারা। উপজেলার সোনামুখী ইউপির বিভিন্ন গ্রামের এক হাজার গরু ও ছাগলকে পিপিআর, এফএমডিসহ কয়েকটি রোগের ভ্যাকসিন দেওয়া হয় সেই সাথে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে খামারীদের পরামর্শ প্রদান করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: