যেভাবে তিক্ত হলো জায়েদ-নিপুণের মধুর সম্পর্ক

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৩ পিএম

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সে নির্বাচনে সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও নানা সমালোচনার ঝড়। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন জায়েদ খান। অপর দিকে নিপুণ কাঞ্চন প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে হেরেছেন চিত্র নায়িকা নিপুণ। ভোট যুদ্ধের প্রতিদ্বন্দ্বিতা ছাপিয়ে দুজনের ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়টিও হয়েছে আলোচিত।

জানা গেছে, চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণের সর্ম্পক এক সময় মধুর ছিল। দুজন জুটি বেঁধে কাজও করেছেন। চলচ্চিত্রে তাদের একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ‘পৃথিবীর বাইরে অন্য কোথাও আজ দুজনে হারাবো, চলো পালাই’ শিরোনামের এই গানে দুজন পর্দায় কোমর দুলিয়েছেন। আজিজুর রহমান পরিচালিত ‘জমিদার বাড়ির মেয়ে’ সিনেমায় এ দৃশ্য দেখা গেছে। শুধু তাই নয়, নিপুণের সঙ্গে জায়েদ খানের মধুর সম্পর্কের প্রমাণ মেলে ২০১৭ সালে শিল্পী সমিতির নির্বাচনের পর।

সে বছর মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমী কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর মৌসুমী শপথ বাক্য পাঠ করেননি। এর কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদস্যপদ থেকে তিনি পদত্যাগ করেন। সেই শূন্য পদে চিত্রনায়িকা নিপুণকে নেন জায়েদ খান। নিপুণকে নিয়ে দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করে মিশা-জায়েদের কমিটি। এ ঘটনা থেকে দুজনের পারস্পরিক হৃদ্যতার ধারণা পাওয়া যায়।

কিন্তু হঠাৎ করেই দুজনের মধুর সম্পর্কে নেমে আসে তিক্ততা। গত বছর করোনার প্রকোপ বৃদ্ধি পেলে নিপুণ নিজ উদ্যোগে সাইমন সাদিককে নিয়ে চলচ্চিত্রের অসহায় মানুষের পাশে দাঁড়ান। জায়েদ খানও এ সময় সংগঠনের সদস্যদের প্রতি সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। ধারণা করা হয়, নিপুণ সে সময় থেকেই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পারেন জায়েদ খানও। এ থেকেই দুজনের সম্পর্কে ফাটলের সূত্রপাত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: